খুলশী ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দি চিটাগাং খুলশী ক্লাব লিমিটেড’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ মার্চ) বিকেল ৪টায় নগরের ফয়’স লেক এলাকায় ক্লাবের নিজস্ব অফিসে ভার্চুয়াল প্লাটফরম জোম লিংক পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ৫ম সাধারণ সভার রেজুলেশন কনফার্ম এবং ২০২০ সালের জুলাই থেকে ৩০ জুন, ২০২১-এর জন্য অডিট ফার্ম নিয়োগ ও ফি কনফার্ম করা হয়। পাশাপাশি আরও ক্লাবের উন্নয়নের কার্যক্রম বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার শুরুতে ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মোহাম্মদ রফিক উদ্দিন বাবুল ভূঁইয়া গত ২০১৮ সালের জুলাই থেকে ৩০ জুন, ২০১৯ইং ও ২০১৯ সালের জুলাই থেকে ৩০ জুন ২০২০ইং পর্যন্ত আর্থিক আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোর্শেদ এলিটের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মোহাম্মদ রফিক উদ্দিন বাবুল ভূঁইয়া ও কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক কমোডর শওকত ইমরান।

এছাড়াও সভায় ওয়াহিদা মাসুক, হোসনে আরা নাজ, আর্কিটেক্ট আলী আহসান মোহাম্মদ মোজাহিদ বাইগ, ওয়াহিদুজ্জামান বাবু, জাকির হোসেন, মিজানুর রহমান মজুমদার, এ কে এম এনামুল করিম, জসিম উদ্দিন আহমেদ, হোসাইন মোহাম্মদ সোয়াইব, আনোয়ার সাজ্জাদ লিপন, রাইসুল উদ্দিন, জাহাঙ্গীর আলম, শিয়াব মালেক, মারজানুর রহমান, এমদাদুল হক চৌধুরী, আলমাস শিমুল, আবু সাদাত মোহাম্মদ ফয়সাল, আবু হাসনাত চৌধুরী বক্তব্য রাখেন। ভার্চুয়াল প্লাটফরমের জোম লিংক সভায় ক্লাবের অন্যান্য সদস্যরা সংযুক্ত হন।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x